ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার : চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের বিদেশি সাপের বিষ (Cobra Venom) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার এস.এম.এ ফেরদৌস (৭৪) অবৈধভাবে ফ্রান্স থেকে আমদানিকৃত উচ্চমূল্যের সাপের বিষ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস ও তার সহযোগী মোঃ রমজান আলী (৫৫)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১টি কাগজের কার্টুনে রাখা ৫টি কাচের জারে সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ইংরেজিতে লেখা ছিল:

“RED DRAGON COMPANY, MADE IN FRANCE”।

আন্তর্জাতিক বাজারে উদ্ধারকৃত বিষের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই আসামি জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ বিদেশ থেকে অবৈধভাবে এনে দেশে বিক্রি করতেন। পুলিশ আরও জানিয়েছে, আটক এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে ইতিমধ্যে একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, সাপের বিষ চোরাচালানসহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার : চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৮:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের বিদেশি সাপের বিষ (Cobra Venom) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার এস.এম.এ ফেরদৌস (৭৪) অবৈধভাবে ফ্রান্স থেকে আমদানিকৃত উচ্চমূল্যের সাপের বিষ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস ও তার সহযোগী মোঃ রমজান আলী (৫৫)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১টি কাগজের কার্টুনে রাখা ৫টি কাচের জারে সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ইংরেজিতে লেখা ছিল:

“RED DRAGON COMPANY, MADE IN FRANCE”।

আন্তর্জাতিক বাজারে উদ্ধারকৃত বিষের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই আসামি জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ বিদেশ থেকে অবৈধভাবে এনে দেশে বিক্রি করতেন। পুলিশ আরও জানিয়েছে, আটক এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে ইতিমধ্যে একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, সাপের বিষ চোরাচালানসহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।