শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতাকে থানার ভোজসভায় দাওয়াত দেওয়ার অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাসিক খানাপিনার আয়োজন করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। ওই আয়োজনে ওসির আমন্ত্রণে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাওডোবা ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার বেপারী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়।
পরে শুক্রবার রাতেই মোক্তার বেপারীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, “নিষিদ্ধ সংগঠনের নেতাকে পুলিশি আয়োজনে দাওয়াত দেওয়ার ঘটনায় ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”