মো সাব্বির হোসেন বিপ্লব
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তার নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আইডিএফএন নামের একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঋণ প্রত্যাশীরা অফিসে গেলে সেটি তালাবদ্ধ দেখতে পান। এ সময় এনজিও কর্মীদের মোবাইল ফোন বন্ধ পেয়ে তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। পরে প্রতিকার চেয়ে ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার সাতকুড়ি বাজারে অফিস নিয়ে ‘আইডিএফএন সংস্থা’ নামে একটি এনজিও চালু করা হয়। মাত্র ৫ শতাংশ সুদে দুই বছরের ঋণের প্রলোভন দেখিয়ে গ্রামাঞ্চলে সমিতি গঠন করা হয়। কমপক্ষে এক লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা সঞ্চয় সংগ্রহ করা হয়। রবিবার বিকেলে ঋণ বিতরণের কথা থাকলেও অফিসে গিয়ে তারা তালা ঝুলতে দেখেন। পরে এলাকার লোকজন জানান, সকাল থেকেই অফিস তালাবদ্ধ। একাধিকবার ফোন করলেও এনজিও কর্মীদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতারণার শিকার চারটি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত ৭৯ জন সদস্য প্রতারণার শিকার হয়েছেন।
অফিস মালিক রিয়াজুল আলম জানান, চলতি মাসের ৩ তারিখে এনজিওর দুই ব্যক্তি অফিস ভাড়া নেন। মাসিক ৬ হাজার টাকা ভাড়ার মৌখিক চুক্তি হলেও লিখিত চুক্তি করা হয়নি। তারা জানায়, ঢাকা থেকে বড় সাহেব এলে মাস শেষে লিখিত চুক্তি হবে। রোববার সকালে অফিস তালাবদ্ধ দেখতে পেলেও তিনি ভেবেছিলেন কর্মীরা ফিল্ডে গেছেন। পরে জানতে পারেন তারা টাকা নিয়ে উধাও হয়েছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঋণ দেওয়ার নামে আইডিএফএন সংস্থা নামের একটি এনজিও মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়েছে। চার সমিতির সভাপতি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীর সংখ্যা ৭৯ জন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
এ বিষয়ে এনজিও ম্যানেজার মাজহারুলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।