ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতা–কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—বরগুনার বেতাগী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২), গাজীপুর মহানগরের যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭), ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬), একই ওয়ার্ডের দপ্তর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫), আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি মো. সোলেমান (৪৪), ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪), টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (৫৪), ক্যান্টনমেন্ট থানার শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭), ঢাকা মহানগর ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সজিব খান (৩৩), ঢাকা মহানগর দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) এবং কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।