আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনভর নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া ৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। দিনের শুরু থেকে রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, সভা সমাবেশ সহ করছেন ভোট প্রার্থনা। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল থেকেই নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা জামায়াতের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভায় ব্যস্ত সময় করেন নেতা কর্মীরা।
এদিন দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ একাব্বর হোসেন। নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-০৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু, জামায়াত মনোনীত ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রভাষক হুসাইন মোহাম্মদ মানিক। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, নন্দীগ্রাম পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার সহ অত্র ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।