বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় ২নং সদর ইউনিয়নের উমরপুর এলাকার মাদ্রাসা কোয়াটারে এ ঘটনাটি ঘটে। সে নন্দীগ্রাম ওমরপুর এলাকার প্রবাস ফেরত ফরকান হোসেনের স্ত্রী। স্বামী ফরকান হোসেন জানান, শুক্রবারের দিন হাট থাকায় সকালে আমি হাটে যাই। একটু পর বেলা ১২টায় হাট থেকে ফিরে এসে দেখি বাড়ির দরজা লাগানো। অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে গিয়ে প্রবেশ করে দেখি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে নন্দীগ্রাম থানা পুলিশকে অবহিত করলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরেই খাদিজা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তে জানা যাবে।