ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে জমি বিরোধে গৃহবধূর ওপর হামলা, মামলা আদালতে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশমুড়ি গ্রামের মৃত মো. কলিমউদ্দিন প্রধান ছিলেন একজন সহজ-সরল মানুষ। ২০০৫ সালে তিনি মেয়েকে বিয়ে দেন। জামাই দরিদ্র হওয়ায় ২০০৯ সালে ১৩ শতক ভিটে জমির ওপর বাড়ি নির্মাণ করে দেন জামাই মো. ইউনুস আলীকে। এর কিছুদিন পর কলিমউদ্দিন মারা যান।

প্রায় ৮ বছর পর পাশের বাড়ির সাইদুল ইসলামের একটি গোয়ালঘর ভেঙে পড়ে। পরে নতুন গোয়ালঘর নির্মাণের সময় তিনি ইউনুস আলীর প্রায় ৩ শতক জমি দখল করে নেন। এ নিয়ে সাইদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলাম (৫০) ও ফিরু (২৫)-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন ইউনুস আলী। একাধিকবার জমি মাপঝোক হলেও সমাধান হয়নি।

এ বিষয়ে হাকিমপুর থানার এসআই রশিদুল ইসলাম উভয় পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করেন। তবে শহিদুল ইসলাম ও তার পরিবার আইনগত সমাধান মানতে রাজি হননি।

কিছুদিন পর একদিন ইউনুস আলী বাড়ির বাইরে থাকাকালে তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুনকে একা পেয়ে হামলা চালায় সাইদুল ইসলাম(৪৮)শহিদুল ইসলাম,(৫০) ফিরু,(২৫) ফাহিম (২২) ও শাহাজান (২৫)। লাঠিসোটা দিয়ে প্রহার করে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বামী ইউনুস আলী বাড়ি ফিরে এসে আহত স্ত্রীকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাবেয়াকে বাসায় পাঠানো হয়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা মোছা. মরিয়ম বেগম দিনাজপুর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোহাতাব উদ্দিন বলেন, “বিষয়টি কয়েকবার গ্রামের লোকজনকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাবেয়ার মা মরিয়ম বেগম তা মানতে রাজি হননি।”

অন্যদিকে ভুক্তভোগী পক্ষের মরিয়ম বেগম বলেন, “আমি মানলেও শহিদুল আর সাইদুলরা মানে না। তাই সমস্যার সমাধান হয়নি।”

প্যানেল ইউপি চেয়ারম্যান ইমরান আলী বলেন, “বাঁশমুড়ি গ্রামে জমি নিয়ে একটি বিরোধের ঘটনায় শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ রাবেয়া ও তার মা মরিয়মকে নোটিশ পাঠানো হয়। তবে তারা ইউনিয়ন পরিষদে এসে বিষয়টি সমাধানে অংশ নেননি।

জনপ্রিয় সংবাদ

হিলিতে জমি বিরোধে গৃহবধূর ওপর হামলা, মামলা আদালতে

আপডেট সময় ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশমুড়ি গ্রামের মৃত মো. কলিমউদ্দিন প্রধান ছিলেন একজন সহজ-সরল মানুষ। ২০০৫ সালে তিনি মেয়েকে বিয়ে দেন। জামাই দরিদ্র হওয়ায় ২০০৯ সালে ১৩ শতক ভিটে জমির ওপর বাড়ি নির্মাণ করে দেন জামাই মো. ইউনুস আলীকে। এর কিছুদিন পর কলিমউদ্দিন মারা যান।

প্রায় ৮ বছর পর পাশের বাড়ির সাইদুল ইসলামের একটি গোয়ালঘর ভেঙে পড়ে। পরে নতুন গোয়ালঘর নির্মাণের সময় তিনি ইউনুস আলীর প্রায় ৩ শতক জমি দখল করে নেন। এ নিয়ে সাইদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলাম (৫০) ও ফিরু (২৫)-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন ইউনুস আলী। একাধিকবার জমি মাপঝোক হলেও সমাধান হয়নি।

এ বিষয়ে হাকিমপুর থানার এসআই রশিদুল ইসলাম উভয় পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করেন। তবে শহিদুল ইসলাম ও তার পরিবার আইনগত সমাধান মানতে রাজি হননি।

কিছুদিন পর একদিন ইউনুস আলী বাড়ির বাইরে থাকাকালে তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুনকে একা পেয়ে হামলা চালায় সাইদুল ইসলাম(৪৮)শহিদুল ইসলাম,(৫০) ফিরু,(২৫) ফাহিম (২২) ও শাহাজান (২৫)। লাঠিসোটা দিয়ে প্রহার করে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বামী ইউনুস আলী বাড়ি ফিরে এসে আহত স্ত্রীকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাবেয়াকে বাসায় পাঠানো হয়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা মোছা. মরিয়ম বেগম দিনাজপুর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোহাতাব উদ্দিন বলেন, “বিষয়টি কয়েকবার গ্রামের লোকজনকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাবেয়ার মা মরিয়ম বেগম তা মানতে রাজি হননি।”

অন্যদিকে ভুক্তভোগী পক্ষের মরিয়ম বেগম বলেন, “আমি মানলেও শহিদুল আর সাইদুলরা মানে না। তাই সমস্যার সমাধান হয়নি।”

প্যানেল ইউপি চেয়ারম্যান ইমরান আলী বলেন, “বাঁশমুড়ি গ্রামে জমি নিয়ে একটি বিরোধের ঘটনায় শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ রাবেয়া ও তার মা মরিয়মকে নোটিশ পাঠানো হয়। তবে তারা ইউনিয়ন পরিষদে এসে বিষয়টি সমাধানে অংশ নেননি।