ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে পাঁচ ক্লিনিকে লাক্ষধিক টাকা দণ্ড, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় একযোগে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি ক্লিনিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে হেলথ কেয়ার ক্লিনিককে ৪০ হাজার টাকা, নিউ মডেল ক্লিনিককে ৪০ হাজার টাকা, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ফাতেমা ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং সেবা হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, “ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক আবাসিক চিকিৎসক নেই, পর্যাপ্ত ডিপ্লোমা নার্সের অভাব, কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন হয়নি এবং বেশ কিছু ক্লিনিকের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন। এসব অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে নাএ ধরনের অভিযান নিয়মিত চলবে।”স্বাস্থ্যবিধি ও সরকারি অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে কারও ব্যবসা করতে দেওয়া হবে না।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল এক্সপার্ট ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার পুলিশ ফোর্স এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

জনপ্রিয় সংবাদ

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

নন্দীগ্রামে পাঁচ ক্লিনিকে লাক্ষধিক টাকা দণ্ড, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার

আপডেট সময় ০৭:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় একযোগে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি ক্লিনিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে হেলথ কেয়ার ক্লিনিককে ৪০ হাজার টাকা, নিউ মডেল ক্লিনিককে ৪০ হাজার টাকা, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ফাতেমা ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং সেবা হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, “ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক আবাসিক চিকিৎসক নেই, পর্যাপ্ত ডিপ্লোমা নার্সের অভাব, কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন হয়নি এবং বেশ কিছু ক্লিনিকের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন। এসব অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে নাএ ধরনের অভিযান নিয়মিত চলবে।”স্বাস্থ্যবিধি ও সরকারি অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে কারও ব্যবসা করতে দেওয়া হবে না।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল এক্সপার্ট ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার পুলিশ ফোর্স এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।