30 C
Dhaka
Sunday, April 27, 2025

ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর চলে গেলেন বাবাও

এবার নাটোরের বড়াইগ্রামে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বাবারও মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীতে তাদের সমাহিত করা হয়।

এদিকে মৃতরা হলেন- মন্টু ডি কস্তা (৭৮) ও বিকাশ ডি কস্তা (৪০)। মন্টু হৃদক্রিয়া বন্ধ হয়ে ও বিকাশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বিকাশ ডি কস্তা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ খবর শুনে সেদিন বিকেলেই অসুস্থ হয়ে পড়েন মন্টু ডি কস্তা। পরে রাত ১১টার দিকে তিনিও মারা যান। এ বিষয়ে ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরি জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ ভাবতেই পারেনি। এ ধরনের ঘটনা এলাকায় প্রথম ঘটল। তাদের পাশাপাশি সমাহিত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular