বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চৌহমহনি বাজারে এ কর্মী সমাবেশের আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ বা ধর্ষণ কেলেঙ্কারিতে জড়িত সংগঠন নয়। এটি একটি আদর্শভিত্তিক ও সুসংগঠিত ইসলামিক দল। দলের ভেতরে চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।” তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের মধ্যে জামায়াতের বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে।” এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের কেয়ারটেকার এডভোকেট মেঃ আব্দুল হালিম, উপজেলা অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, মাওলানা মোঃ রুহুল আমিন,
ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সামাদ, জামায়াত নেতা জিয়া, মোঃ আল মাহমুদ মন্ডল, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সোয়াইব প্রমুখ।