28 C
Dhaka
Monday, April 28, 2025

পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ

এবার পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরানের সহায়তা করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় টেলিফোনে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাক-ভারত উত্তেজনা কমানোর বিষয়ে কথা বলেন। তেহরানভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, পাকিস্তান প্রধানমন্ত্রী ইরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিায়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক। ২০০০ সালের পর এই হিমালয়ান অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে।

ইরান দুই দেশের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরির ইচ্ছা প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা জোরালো করার ওপর গুরুত্ব দেন।

এই উত্তেজনা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular