28 C
Dhaka
Monday, April 28, 2025

নৌকার ভাস্কর্য ভেঙে গোপালগঞ্জে আ.লীগ ছাড়ার ঘোষণা ইউনিয়ন সভাপতির

এবার নিজ বাড়ির পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। এ ঘটনায় পুরো জেলা ও উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ির  সামনে পুকুর পাড়ে এ কাণ্ড ঘটান তিনি।

জানা যায়, প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু ছাইদ শিকদার। জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের বাড়ির সামনে পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার নিজে উপস্থিত থেকে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এ সময় স্থানীয় জনগণ উৎসুক হয়ে ঘটনাটি দেখেন। যা নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার আওয়ামী লীগের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্রাহর ভাগ্নে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকার মালিক হওয়ায় এই ইউপি চেয়ারম্যান ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর ভোল পাল্টে ফেলায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা মোবাইল ফোনে জানান, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কান্ডে আমরা হতভাগ হয়েছে। আমরা এই নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবু ছাইদ শিকদার জানান, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। সে আদর্শ্যচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আমি আর করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular