24 C
Dhaka
Monday, April 28, 2025

পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়াল চীন

এবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। চীনা গণমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। রোববার (২৭ এপ্রিল) ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন। খবর জিও নিউজের।

ফোনালাপে ইসহাক দার কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াং ই-কে অবহিত করেন। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং উত্তেজনা যাতে আর না বাড়ে সে ব্যাপারেও সচেষ্ট। দার আরও জানান, পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে পাকিস্তান চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

ওয়াং ই চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্যও। তিনি বলেন, চীন বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানের নিরাপত্তা প্রচেষ্টায় চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে।

দুই দেশের ‘লোহার মতো দৃঢ় বন্ধুত্ব’ তুলে ধরে ওয়াং ই পাকিস্তানের ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার পক্ষে অবস্থান নেন। ওয়াং ই সন্ত্রাসী হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের চলমান উত্তেজনা দুই দেশের প্রকৃত স্বার্থের পরিপন্থি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular