ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে হেরে যাওয়ার ভয় যাদের, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে”— মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় ভীত, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “পিআর মানে ভোট দিব ঠাকুরগাঁওয়ে, এমপি হবে ঢাকায়! পিআর, গণভোট, সংস্কার— এগুলো জনগণ বোঝে না। জনগণ বোঝে, সংস্কার হয় পার্লামেন্টে আর জনগণ বোঝে নির্বাচন।”

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ২ নং আখানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “এই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৬ বছর ধরে দেশ কোনো সুষ্ঠু নির্বাচন বা জনগণ কর্তৃক নির্বাচিত পার্লামেন্ট পায়নি। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারি।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ মজিবর রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে বিকেলে রুহিয়া ইউনিয়নে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, “রুহিয়াবাসী সবসময় ধানের শীষের পক্ষে ছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াবাসীর জন্য রাস্তাঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, “রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা বিএনপির অগ্রাধিকারভুক্ত প্রতিশ্রুতি হবে।”

এই সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নির্বাচনে হেরে যাওয়ার ভয় যাদের, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে”— মির্জা ফখরুল

আপডেট সময় ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় ভীত, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “পিআর মানে ভোট দিব ঠাকুরগাঁওয়ে, এমপি হবে ঢাকায়! পিআর, গণভোট, সংস্কার— এগুলো জনগণ বোঝে না। জনগণ বোঝে, সংস্কার হয় পার্লামেন্টে আর জনগণ বোঝে নির্বাচন।”

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ২ নং আখানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “এই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৬ বছর ধরে দেশ কোনো সুষ্ঠু নির্বাচন বা জনগণ কর্তৃক নির্বাচিত পার্লামেন্ট পায়নি। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারি।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ মজিবর রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে বিকেলে রুহিয়া ইউনিয়নে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, “রুহিয়াবাসী সবসময় ধানের শীষের পক্ষে ছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াবাসীর জন্য রাস্তাঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, “রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা বিএনপির অগ্রাধিকারভুক্ত প্রতিশ্রুতি হবে।”

এই সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।