24 C
Dhaka
Monday, April 28, 2025

জুলাই আন্দোলনে শহিদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম

এবার নোয়াখালী জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই স্কুলছাত্র শাহরিয়ার হাসান রিমনকে (১৭) এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কয়েকজন কিশোরের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের প্রভাতী স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহত রিমন জেলা শহরের বসুন্ধরা কলোনি বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে। তিনি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে ফেরার পথে কয়েকজন কিশোর শাহরিয়ার হাসানকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্য সচিব মো. বনি ইয়ামিন বলেন, রিমনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। তার বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে সে নোয়াখালীর মাইজদী শহরস্থ বসুন্ধরা কলোনিতে বসবাস করে। শহিদ রিজভীর ছোট ভাই রিমনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে কিশোররা। তারা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাই। 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অপরাধীদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular