23 C
Dhaka
Monday, April 28, 2025

টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি

এবার ব্রিটেনে এক নিলামে টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি রেকর্ড ৪ লাখ ডলার (প্রায় ৫ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) রোববার যুক্তরাজ্যের উইল্টশায়ারে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে বিক্রি হয়। চিঠিটি লিখেছিলেন কর্নেল আর্চিবাল্ড গ্রেসি।

অনেকেই ধারণা করেছিলেন, চিঠিটি সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠবে। তবে সবাইকে অবাক করে দাম উঠেছে কল্পনার বাইরে। এক অজ্ঞাতনামা ক্রেতা চিঠিটি কিনে নেন।

চিঠিটিতে কর্নেল গ্রেসি লিখেছিলেন, তিনি পুরো যাত্রা শেষ না হওয়া পর্যন্ত টাইটানিক সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। এ লেখাকে অনেকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ বলে উল্লেখ করেছেন।

নিলামকারীরা জানিয়েছেন, টাইটানিক থেকে লেখা কোনো চিঠির জন্য এর আগে এত বেশি দাম কখনও ওঠেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular