23 C
Dhaka
Monday, April 28, 2025

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িতরা শনাক্ত

এবার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। আজ সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন আগামী ২৫ মে ধার্য করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ গাড়িতে উঠিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

তদন্ত সংস্থা জানায়, তখনও একজন জীবিত ছিলেন। আগুনেই তাকে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular