ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার শেখ হাসিনাসহ ৩ আসামির রায়: পূর্ণ ন্যায়বিচারের দাবি বিএনপি মহাসচিবের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। রায় ঘোষণার আগে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনার প্রেক্ষিতে আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে। পাশাপাশি আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও তারা করেছেন।

তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশ দেবে, প্রসিকিউশন সেটাই মেনে নেবে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল সোমবার রায় ঘোষণা করবেন।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সোমবার শেখ হাসিনাসহ ৩ আসামির রায়: পূর্ণ ন্যায়বিচারের দাবি বিএনপি মহাসচিবের

আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। রায় ঘোষণার আগে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনার প্রেক্ষিতে আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে। পাশাপাশি আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও তারা করেছেন।

তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশ দেবে, প্রসিকিউশন সেটাই মেনে নেবে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল সোমবার রায় ঘোষণা করবেন।