ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁসির রায় আশঙ্কা করলেও মায়ের নিরাপত্তায় স্বস্তি—রয়টার্সকে সজীব ওয়াজেদ জয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার যে রায় দিতে যাচ্ছে, তাতে ফাঁসির সাজা ঘোষিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে একই সঙ্গে তিনি স্বস্তির সুরে জানিয়েছেন—মা শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদ আছেন এবং ভারত সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা তাকে দোষী করবে, আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।” তবে তিনি যোগ করেন, “আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”

গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হবে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভয়াবহ সহিংসতায় জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়—প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতেই বেশিরভাগ মৃত্যু ঘটে। স্বাধীনতার পর এটিই ছিল দেশে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন বলেও জানান জয়।

রায়ের অপেক্ষায় পুরো জাতি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়কে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ফাঁসির রায় আশঙ্কা করলেও মায়ের নিরাপত্তায় স্বস্তি—রয়টার্সকে সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় ১২:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার যে রায় দিতে যাচ্ছে, তাতে ফাঁসির সাজা ঘোষিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে একই সঙ্গে তিনি স্বস্তির সুরে জানিয়েছেন—মা শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদ আছেন এবং ভারত সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা তাকে দোষী করবে, আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।” তবে তিনি যোগ করেন, “আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”

গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হবে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভয়াবহ সহিংসতায় জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়—প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতেই বেশিরভাগ মৃত্যু ঘটে। স্বাধীনতার পর এটিই ছিল দেশে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন বলেও জানান জয়।

রায়ের অপেক্ষায় পুরো জাতি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়কে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।