30 C
Dhaka
Tuesday, April 29, 2025

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল: চরমোনাই পীর

এবার সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা (৫ আগস্টের পর) দেশের হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি; কিন্তু একটি দল দেশে চাঁদাবাজি ও দখলদারি নিয়ে ব্যস্ত আছে।’ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পথসভার আয়োজন করে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করীম ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশ চোরের দেশ হিসেবে বারবার পরিচিতি লাভ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছে। রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে।’

তিনি বলেন, ‘ইসলামই পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে। সব অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ।’ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জান্নাতুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এইচ এম শফিকুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা তরিকুল ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular