এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এ বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন জানান, আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন তুহিন।
এদিকে, দুই মামলার মধ্যে কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে। এ মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন শুনানি চলছে।কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।