ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অরাজকতা প্রতিরোধের সময় পুলিশ সদস্যদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
কমিশনার জানান, গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে যদি আবার একই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে সমাজে অস্থিরতা তৈরি হবে। এজন্যই পুলিশ দায়িত্ব পালন করছিল। কিন্তু দায়িত্ব পালনরত অফিসারদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা কোনো সচেতন মানুষের কাছ থেকে প্রত্যাশিত নয়।
তিনি পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাকে “উদ্বেগজনক” আখ্যা দিয়ে বলেন, এই ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেয়। মনোবল নষ্ট হলে তার প্রভাব সমাজকেই বহন করতে হয়।
কমিশনার আরও বলেন, যারা ককটেল ছোড়া বা হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ—এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।
সম্প্রতি পুলিশের গুলি চালানোর নির্দেশনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা ঠেকাতে প্রয়োজন হলে পুলিশের গুলি চালানোর ক্ষমতা আইনেই উল্লেখ আছে। ককটেল হামলা বা নাশকতা ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে টানা হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া তাদের উপায় নেই।

























