বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল ঘোষিত দিনব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর নির্দেশে নন্দীগ্রাম উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে।
দিনব্যাপী আয়োজনের শুরু হয় সকাল ১০টায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামে ভাঙা রাস্তা সংস্কারের মাধ্যমে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
বাদ যোহর, উপজেলা বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম হাফেজিয়া নূরানিয়া মাদ্রাসার দুস্থ শিক্ষার্থী ও দাসগ্রাম মসজিদের মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ ও সহায়তা করার লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিকেলে দাসগ্রাম হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে স্বেচ্ছাসেবক দলের ধারাবাহিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, দিনব্যাপী কর্মসূচির নেতৃত্বে ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন এবং সদস্য সচিব আঃ হাকিম রিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মূসা, কোরবান আলি সদস্য সিপন তালুকদার, আঃ মান্নান, রায়হানুল ইসলাম রাকিব, এমদাদুল, সিহাব, শাকিব, আতিক, সোহাগ, পলাশ, আতিক, রবিউল
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব: সিয়ামুল হক রাব্বি
যুগ্ম আহ্বায়ক তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা সানাউল বাকি।
এ ছাড়াও বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। নন্দীগ্রামজুড়ে এ কর্মসূচিগুলোকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ছিল।





















