বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কোনো বিদেশি প্রেসক্রিপশন নয়, কেবল এই দেশের মানুষ ও তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েই রাজনীতি করে। দেশের মানুষের আস্থা ধানের শীষ প্রতীকেই রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে শহরতলির কামারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু অভিযোগ করেন, গত ১৭ বছরে নাটোর জেলায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে নাটোরে ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার জন্য।
এর আগে শহরের আলাইপুরে অবসরপ্রাপ্ত ব্যাংকার ও শ্রমিক-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত আরেক নির্বাচনি সভায় অংশ নিয়ে দুলু বলেন, বিএনপি জনগণের প্রতি আস্থাশীল বলেই দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল। আওয়ামী লীগ ভোট কারচুপির সুযোগ নিতে এই ব্যবস্থা বাতিল করেছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় শুধু বিএনপি নয়, পুরো দেশের মানুষেরই বিজয় হয়েছে।
সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, শহিদুল ইসলাম বাচ্চু, নাটোরের সাবেক মেয়র কাজী শাহ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।


























