বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হয়ে জাতীয় নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে চৌপল্লী কেজি হাইস্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এ্যানি বলেন, দেশে খুব শিগগিরই স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে এবং জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে গ্রামের মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ ধারণ করেই বিএনপি আজও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তারেক রহমান দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় আছেন উল্লেখ করে এ্যানি দাবি করেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বাধা-বিপত্তি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আসন্ন নির্বাচন ঘিরে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি হলেও নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রস্তুতি অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা, সাধারণ সম্পাদক সুমি বেগমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























