ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনের ফলই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দোষতা: হুম্মাম কাদের চৌধুরী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট সরকার আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে ও বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনের ফলই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দোষতা।

শনিবার (২২ নভেম্বর) রাঙ্গুনিয়ার কাদেরনগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আবেগঘন বক্তৃতায় হুম্মাম বলেন, “আমরা আব্বার রূহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত—বরং আমরা-ই বেশি গুণাহগার।”

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত। “মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকছে—এটাই আমার শক্তি। ফেব্রুয়ারির ভোটই দেখিয়ে দেবে, আমার বাবা সত্যিকারের নির্দোষ ছিলেন।”

হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে ধানের শীষে ভোট ও সমর্থন চান।

তিনি স্মৃতিচারণ করে বলেন, কারাগারে দেখা করতে গেলে তার বাবা নিয়মিত রাঙ্গুনিয়ার মানুষের খোঁজ নিতেন। “তিনি বলতেন, আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি। আপনাদের দোয়া নিয়েই প্রমাণ করতে চাই তিনি ছিলেন সত্যিকারের নেতা।”

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

আগামী নির্বাচনের ফলই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দোষতা: হুম্মাম কাদের চৌধুরী

আপডেট সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ফ্যাসিস্ট সরকার আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে ও বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনের ফলই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দোষতা।

শনিবার (২২ নভেম্বর) রাঙ্গুনিয়ার কাদেরনগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আবেগঘন বক্তৃতায় হুম্মাম বলেন, “আমরা আব্বার রূহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত—বরং আমরা-ই বেশি গুণাহগার।”

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত। “মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকছে—এটাই আমার শক্তি। ফেব্রুয়ারির ভোটই দেখিয়ে দেবে, আমার বাবা সত্যিকারের নির্দোষ ছিলেন।”

হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে ধানের শীষে ভোট ও সমর্থন চান।

তিনি স্মৃতিচারণ করে বলেন, কারাগারে দেখা করতে গেলে তার বাবা নিয়মিত রাঙ্গুনিয়ার মানুষের খোঁজ নিতেন। “তিনি বলতেন, আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি। আপনাদের দোয়া নিয়েই প্রমাণ করতে চাই তিনি ছিলেন সত্যিকারের নেতা।”

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।