পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করার চিন্তা করলেই কোনও কেন্দ্রে তাদের এজেন্ট থাকতে দেওয়া হবে না।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর বালুচর মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এই সতর্কবার্তা দেন। জনসভাটি ছিল প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে আয়োজিত শক্তিপ্রদর্শন।
সুজানগরের বাসিন্দা হওয়ায় তুহিনকে ‘বহিরাগত’ বলে সমালোচনা থাকলেও স্বপন জনসভায় তার পক্ষে দৃঢ় অবস্থান জানান। পরে তিনি বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল বিএনপির সিদ্ধান্ত বহির্ভূত প্রার্থীতা ঠেকানো, বিভাজন তৈরি নয়।
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারও স্বপনের বক্তব্যের পক্ষে সাফাই দেন। তিনি বলেন, নূর-মুজাহিদ স্বপন অভিজ্ঞ রাজনীতিবিদ; তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।


























