ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ ছাড়া কেউ নয়’—বিতর্কিত বক্তব্যে উত্তপ্ত পাবনা-৩, নূর-মুজাহিদ স্বপনের হুঁশিয়ারিতে দলীয় অস্থিরতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

 

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ তেতে উঠেছে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মনোনয়ন সংকটকে ঘিরে। এর মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি বলেন, “ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না।”

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহরে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাশে রেখে গণমিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় বিএনপির একাংশ দীর্ঘদিন ধরে তুহিনকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থী দাবি করে আসছে। মনোনয়ন না পেয়ে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।

এই প্রেক্ষাপটে আয়োজিত গণমিছিলে নূর-মোজাহিদ স্বপনের বক্তব্য ছিল বেশ কঠোর। তিনি বলেন,
“আমরা ধানের শীষের বাইরের কেউ না। দলের বাইরে কেউ গেলে কোনো ভোটকেন্দ্রে তাদের এজেন্ট থাকতে দেব না।”

বিতর্ক ছড়িয়ে পড়লে ব্যাখ্যা দিয়ে স্বপন জানান, তার বক্তব্য আসলে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চাইছেন তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে। বিএনপি জেলা সদস্য সচিব মাসুদ খন্দকারও বলেন, সাংবাদিকরা তার বক্তব্যের “ভুল ব্যাখ্যা” করছেন।

তবে স্বপনের বক্তব্য দলীয় নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ, আশঙ্কা ও অস্বস্তি তৈরি করেছে। ইতোমধ্যে পাবনা-৩ জুড়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করছে।


 

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ধানের শীষ ছাড়া কেউ নয়’—বিতর্কিত বক্তব্যে উত্তপ্ত পাবনা-৩, নূর-মুজাহিদ স্বপনের হুঁশিয়ারিতে দলীয় অস্থিরতা

আপডেট সময় ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

 

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ তেতে উঠেছে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মনোনয়ন সংকটকে ঘিরে। এর মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি বলেন, “ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না।”

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহরে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাশে রেখে গণমিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় বিএনপির একাংশ দীর্ঘদিন ধরে তুহিনকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থী দাবি করে আসছে। মনোনয়ন না পেয়ে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।

এই প্রেক্ষাপটে আয়োজিত গণমিছিলে নূর-মোজাহিদ স্বপনের বক্তব্য ছিল বেশ কঠোর। তিনি বলেন,
“আমরা ধানের শীষের বাইরের কেউ না। দলের বাইরে কেউ গেলে কোনো ভোটকেন্দ্রে তাদের এজেন্ট থাকতে দেব না।”

বিতর্ক ছড়িয়ে পড়লে ব্যাখ্যা দিয়ে স্বপন জানান, তার বক্তব্য আসলে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চাইছেন তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে। বিএনপি জেলা সদস্য সচিব মাসুদ খন্দকারও বলেন, সাংবাদিকরা তার বক্তব্যের “ভুল ব্যাখ্যা” করছেন।

তবে স্বপনের বক্তব্য দলীয় নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ, আশঙ্কা ও অস্বস্তি তৈরি করেছে। ইতোমধ্যে পাবনা-৩ জুড়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করছে।