নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের চকখলিল গ্রামে দুর্বৃত্তদের হামলায় তরুণ কৃষি উদ্যোক্তা হাবিবুল্লাহর চার বছরের পরিশ্রমে গড়ে তোলা বাণিজ্যিক আমবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ একটি দুষ্কৃতকারী দল প্রায় ৩৩০টি ‘বেনানা ম্যাংগো’ জাতের আমগাছ কেটে ফেলে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির ঘটনা ঘটে।
হাবিবুল্লাহ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় ছানাউল, মতিবুল, দেলোয়ারসহ কয়েকজন এক প্রভাবশালী দলের নামে তার কাছে এক লাখ টাকার চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা রাতের আঁধারে বাগান ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে অভিযান চালায়। ভুক্তভোগী জানান, বাগানের সবুজ গাছগুলো পরিণত হয়েছে ভাঙাচোরা মৃতপ্রায় স্তূপে।
পত্নীতলা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আসামি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাগান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং প্রতিবেদন প্রক্রিয়াধীন। থানার ওসি বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























