জাতির প্রকৃত মুক্তি কেবল তখনই আসবে, যখন নামাজের ইমাম সমাজেরও সত্যিকারের ইমাম হিসেবে প্রতিষ্ঠিত হবেন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে কোরআনভিত্তিক আইন বাস্তবায়িত না হলে মানবিক সমাজ গড়ে উঠবে না। মসজিদ পরিচালনা কমিটি ইমাম ও খতিবদের পরামর্শেই গঠিত হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আলেম সমাজ কারও করুণার পাত্র হতে পারে না।
তিনি আরও বলেন, মসজিদের ইমাম যখন সমাজ পরিচালনার নেতৃত্বও দেবেন, তখনই প্রকৃত শান্তি ও মুক্তির পথ তৈরি হবে। প্রচলিত কোনো রাজনৈতিক বা সামাজিক তন্ত্রমন্ত্রে শান্তি আসবে না; নবীজী (স.)-এর দেখানো পথেই ফিরে যেতে হবে।
জামায়াত আমির জানান, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও মসজিদের মিম্বার থেকেই আসা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।


























