আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমিয়ে আনা সম্ভব হবে। তার মতে, লিগ্যাল এইড কার্যক্রম আরও বিস্তৃত হলে এক-তৃতীয়াংশ মামলা সেখান থেকেই নিষ্পত্তি হবে।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শুধু আইন মন্ত্রণালয়েই এখন পর্যন্ত ২১টি গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগে যে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে, তার ফলেই আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংস্কার প্রক্রিয়া সম্পর্কে ড. আসিফ নজরুল বলেন, “সংস্কার মানে আইন পরিবর্তন। এটি রাতারাতি করা সম্ভব নয়—ধাপে ধাপে বাস্তবসম্মত সংস্কার এগিয়ে নিতে হবে। অতিরিক্ত সংস্কারের ফলে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ছে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে।”
অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।


























