ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক ও একটি ব্যাংক হিসাব ফ্রিজ (স্থগিত) করার আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।
দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ উত্তোলন, আত্মসাৎ ও স্থানান্তরের চেষ্টা করছেন সালমান এফ রহমানসহ ৩০ আসামি। মামলার তদন্তে দেখা গেছে, শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে থাকা ১২ একর ১৬ শতাংশ জমি ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হস্তান্তর বা স্থানান্তর করলে বিচার শেষে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তির প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আদালত এ কারণে ওই স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।






















