আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান—আহলে সুন্নাত ওয়াল জামাত এ দেশের শান্তিপ্রিয় মানুষের প্ল্যাটফর্ম, এবং শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।
তাহেরী বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। সুফিবাদী এই সংগঠনের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের নীতি।”
তিনি আরও দাবি করেন, দেশের সুন্নী মুসলমানরা একাট্টা হলে সরকার গঠনে তাদেরই বিজয় নিশ্চিত হবে।
তাহেরী শান্তিপ্রিয় জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুন্নী জোটকে বিজয়ী করতেই হবে। প্রমাণিত—সুন্নীরাই এ দেশের শান্তিপ্রিয় শক্তি। দেশের স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে এক হতে হবে।”






















