ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সিদ্ধান্ত: বহিষ্কৃত ও স্থগিত হওয়া ৬৫ নেতার শাস্তি প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার ও স্থগিত হওয়া এসব নেতার আবেদন পর্যালোচনার পর তাদের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি। ফলে তারা দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্বে পুনর্বহাল হলেন।

এ তালিকায় কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, কুমিল্লা, নওগাঁ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার নেতারা রয়েছেন।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার স্থগিতাদেশও পুনর্বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকেই তাদের বিরুদ্ধে জারি করা আগের সব শাস্তি বাতিল বলে গণ্য হবে।

জনপ্রিয় সংবাদ

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান

বিএনপির সিদ্ধান্ত: বহিষ্কৃত ও স্থগিত হওয়া ৬৫ নেতার শাস্তি প্রত্যাহার

আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার ও স্থগিত হওয়া এসব নেতার আবেদন পর্যালোচনার পর তাদের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি। ফলে তারা দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্বে পুনর্বহাল হলেন।

এ তালিকায় কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, কুমিল্লা, নওগাঁ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার নেতারা রয়েছেন।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার স্থগিতাদেশও পুনর্বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকেই তাদের বিরুদ্ধে জারি করা আগের সব শাস্তি বাতিল বলে গণ্য হবে।