চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। তারা ঘুরিয়ে-পেঁচিয়ে তাদের মিথ্যাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমরা স্পষ্ট দেখেছি—বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এটা মত প্রকাশের স্বাধীনতা নয়।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালার রাসূল (সা.)-কে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে তা মেনে নিতে পারি না। আজ থেকে এনসিপির সব কার্যক্রম বয়কট করছি। যতদিন তারা তওবা করে ভুল সিদ্ধান্ত থেকে ফিরে না আসবে, ততদিন তাদের সব কর্মকাণ্ড আমার কাছে বর্জনীয় থাকবে।”

























