ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মলমগঞ্জ এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) ও আরও দুইজন। তাদের মধ্যে পিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুভকে ভর্তি করা হয়েছে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ইসলামপুর থানার ওসি আ.স.ম আতিকুর রহমান বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, বিকেলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে ফেরার সময় মলমগঞ্জ বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের সঙ্গে তাদের তর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, “আমার কোনো কর্মী সেখানে যায়নি। যদি কেউ গিয়ে এমন কাজ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১০:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মলমগঞ্জ এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) ও আরও দুইজন। তাদের মধ্যে পিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুভকে ভর্তি করা হয়েছে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ইসলামপুর থানার ওসি আ.স.ম আতিকুর রহমান বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, বিকেলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে ফেরার সময় মলমগঞ্জ বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের সঙ্গে তাদের তর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, “আমার কোনো কর্মী সেখানে যায়নি। যদি কেউ গিয়ে এমন কাজ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”