ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতার ‘জান্নাতের টিকিট বিক্রি’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কঠোর চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বুধবার (২৬ নভেম্বর) রাতে ঈশ্বরদীর উমিরপুর ঈদগাহ মাঠে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,
“আপনি বলেছেন, জামায়াতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। আমি স্পষ্ট ভাষায় বলছি—আমাদের বোনেরা কোথায়, কবে, কাদের কাছে এমন টিকিট বিক্রি করেছে তা প্রমাণ করতে হবে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তিনি আরও দাবি করেন, এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জামায়াতকে জনমানসে দূরে সরানো যাবে না, বরং জনগণ এ ধরনের মিথ্যাচারের জবাব দেবে।

তিনি হাবিবুর রহমানের উদ্দেশে বলেন,
“এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। না করলে আগামীতে এর জবাব দেবে ঈশ্বরদী–আটঘরিয়ার জনগণ।”

জামায়াত নেতা আরও বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণই আমাদের অঙ্গীকার।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক, মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব গত ২২ নভেম্বর সাহাপুরে এক কর্মী সমাবেশে অভিযোগ করেন—জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের ভুয়া টিকিট বিক্রি’ করছে।
জামায়াত নেতা আবু তালেব মন্ডল এই অভিযোগকে মিথ্যা প্রোপাগান্ডা বলে অভিহিত করে কঠোর চ্যালেঞ্জ জানান।


 

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

বিএনপি নেতার ‘জান্নাতের টিকিট বিক্রি’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের

আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কঠোর চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বুধবার (২৬ নভেম্বর) রাতে ঈশ্বরদীর উমিরপুর ঈদগাহ মাঠে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,
“আপনি বলেছেন, জামায়াতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। আমি স্পষ্ট ভাষায় বলছি—আমাদের বোনেরা কোথায়, কবে, কাদের কাছে এমন টিকিট বিক্রি করেছে তা প্রমাণ করতে হবে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তিনি আরও দাবি করেন, এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জামায়াতকে জনমানসে দূরে সরানো যাবে না, বরং জনগণ এ ধরনের মিথ্যাচারের জবাব দেবে।

তিনি হাবিবুর রহমানের উদ্দেশে বলেন,
“এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। না করলে আগামীতে এর জবাব দেবে ঈশ্বরদী–আটঘরিয়ার জনগণ।”

জামায়াত নেতা আরও বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণই আমাদের অঙ্গীকার।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক, মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব গত ২২ নভেম্বর সাহাপুরে এক কর্মী সমাবেশে অভিযোগ করেন—জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের ভুয়া টিকিট বিক্রি’ করছে।
জামায়াত নেতা আবু তালেব মন্ডল এই অভিযোগকে মিথ্যা প্রোপাগান্ডা বলে অভিহিত করে কঠোর চ্যালেঞ্জ জানান।