ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটে এই ঘটনা। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের অনুসারীদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধের জেরে কয়েকবার মারামারির ঘটনাও ঘটে।
আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক বিরোধ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পাশাপাশি দুইটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















