ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের শীষের প্রচারণার জেরে বাবাকে সভাপতি পদ থেকে সরানো—কুমিল্লায় বিএনপিতে তোলপাড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০১৪ বার পড়া হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদ ধানের শীষে ভোট চাওয়ায় তার বাবা, আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন পদচ্যুত সভাপতি নিজেই।

বিএনপির অভ্যন্তরীণ এই সিদ্ধান্তটি গত সেপ্টেম্বর মাসেই নেওয়া হলেও সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

২০২৪ সালের ২৩ জুলাই ৭১ সদস্যের কমিটিসহ আবুল হোসেনকে সভাপতি করে কমিটি অনুমোদন দিয়েছিল উপজেলা বিএনপি। কিন্তু মাত্র তিন মাস পর ২ সেপ্টেম্বর সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল আলম সামুকে সভাপতি করে নতুন সিদ্ধান্ত হয়।

অভিযোগকারী আবুল হোসেন বলেন,
“আমার ছেলে তোফায়েল কুমিল্লা সদর-৬ এ বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় আমাকে সরানো হয়েছে। আমি মনোনয়ন বঞ্চিত নেতা আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষেই কাজ করছিলাম, এটিও তাদের মতে অপরাধ।”

তিনি আরও প্রশ্ন তুলেছেন—সেপ্টেম্বরের চিঠি এতদিন পর প্রকাশের উদ্দেশ্য কী?

তবে নতুন সভাপতি শামসুল আলম সামুর দাবি ভিন্ন।
তিনি বলেন—
“সম্মেলনের দিনই কথা ছিল তিন মাসের জন্য আবুল হোসেনকে সম্মানস্বরূপ সভাপতি করা হবে। তিন মাস পর আমাকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।”

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুমও একই কথা জানিয়েছেন—
“সমঝোতার ভিত্তিতেই তিন মাস পরে পরিবর্তন আনা হয়েছে।”

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,
“চিঠিটি আসলেই বৈধ কিনা এবং সাংগঠনিকভাবে সঠিকভাবে সিদ্ধান্ত হয়েছে কিনা—আমরা খতিয়ে দেখছি।”

কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

ছেলের শীষের প্রচারণার জেরে বাবাকে সভাপতি পদ থেকে সরানো—কুমিল্লায় বিএনপিতে তোলপাড়

আপডেট সময় ০৩:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদ ধানের শীষে ভোট চাওয়ায় তার বাবা, আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন পদচ্যুত সভাপতি নিজেই।

বিএনপির অভ্যন্তরীণ এই সিদ্ধান্তটি গত সেপ্টেম্বর মাসেই নেওয়া হলেও সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

২০২৪ সালের ২৩ জুলাই ৭১ সদস্যের কমিটিসহ আবুল হোসেনকে সভাপতি করে কমিটি অনুমোদন দিয়েছিল উপজেলা বিএনপি। কিন্তু মাত্র তিন মাস পর ২ সেপ্টেম্বর সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল আলম সামুকে সভাপতি করে নতুন সিদ্ধান্ত হয়।

অভিযোগকারী আবুল হোসেন বলেন,
“আমার ছেলে তোফায়েল কুমিল্লা সদর-৬ এ বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় আমাকে সরানো হয়েছে। আমি মনোনয়ন বঞ্চিত নেতা আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষেই কাজ করছিলাম, এটিও তাদের মতে অপরাধ।”

তিনি আরও প্রশ্ন তুলেছেন—সেপ্টেম্বরের চিঠি এতদিন পর প্রকাশের উদ্দেশ্য কী?

তবে নতুন সভাপতি শামসুল আলম সামুর দাবি ভিন্ন।
তিনি বলেন—
“সম্মেলনের দিনই কথা ছিল তিন মাসের জন্য আবুল হোসেনকে সম্মানস্বরূপ সভাপতি করা হবে। তিন মাস পর আমাকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।”

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুমও একই কথা জানিয়েছেন—
“সমঝোতার ভিত্তিতেই তিন মাস পরে পরিবর্তন আনা হয়েছে।”

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,
“চিঠিটি আসলেই বৈধ কিনা এবং সাংগঠনিকভাবে সঠিকভাবে সিদ্ধান্ত হয়েছে কিনা—আমরা খতিয়ে দেখছি।”

কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।