ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ — দলে অনুপ্রবেশ ও আধিপত্য বিরোধে উত্তেজনা তুঙ্গে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে দলে অনুপ্রবেশকারী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসপন্থী কর্মীদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা শাহাবুর মোল্লার গ্রুপে যোগ দিয়ে সংঘর্ষে উসকানি দিচ্ছেন। তবে এ বিষয়ে শাহাবুর মোল্লার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, “আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি পরিচয়ে সংঘর্ষ করছে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ — দলে অনুপ্রবেশ ও আধিপত্য বিরোধে উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে দলে অনুপ্রবেশকারী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসপন্থী কর্মীদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা শাহাবুর মোল্লার গ্রুপে যোগ দিয়ে সংঘর্ষে উসকানি দিচ্ছেন। তবে এ বিষয়ে শাহাবুর মোল্লার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, “আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি পরিচয়ে সংঘর্ষ করছে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।