কুমিল্লায় বিএনপির সম্ভাব্য নির্বাচনী জনসভা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে ‘পুরোনো’ হিসেবে চিহ্নিত করে রিউমার স্ক্যানার যে তথ্য প্রকাশ করেছে, তা নিয়েই ফের তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়রা বলছেন, প্ল্যাটফর্মটি ঘটনাটিকে ভুলভাবে পুরোনো দাবি করেছে—এ কারণে বিভ্রান্তি আরও বেড়েছে।
বুধবার রাত থেকে ভাইরাল হওয়া জনসমাগমের ছবিগুলোকে রিউমার স্ক্যানার পুরোনো রাজনৈতিক কর্মসূচির ছবি হিসেবে উল্লেখ করে। কিন্তু কুমিল্লার স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের একটি অংশ দাবি করছে—ছবিগুলো সাম্প্রতিক আয়োজন থেকেই তোলা। তারা বলছেন, যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে প্ল্যাটফর্মটি তড়িঘড়ি করে ভুল তথ্য প্রচার করেছে।
এ বিষয়ে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, রিউমার স্ক্যানার যে তথ্য প্রকাশ করেছে, সেটি সুনিশ্চিত নয়। তিনি জানান—ছবিগুলো নতুন নাকি পুরোনো, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ভুল তথ্য ছড়ানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিটাল বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় গুজব যেমন ছড়ায়, তেমনি ‘ফ্যাক্ট–চেক’ প্ল্যাটফর্মগুলোর ত্রুটিও বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। তারা বলেন, ভুল ফ্যাক্ট–চেক সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে জনসাধারণ সত্য-মিথ্যা নিয়ে দ্বিধায় পড়ে।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, ছবির উৎস যাচাই না করে ‘পুরোনো’ তকমা দেওয়া দায়িত্বহীনতার শামিল। এতে ভোটারদের মাঝে ভুল সংকেত যায় এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক করে বলেছেন—“গুজব যেমন ক্ষতিকর, ভুল ফ্যাক্ট–চেকও ঠিক ততটাই ক্ষতিকর।” তাই যাচাইকৃত, প্রমাণ–নির্ভর তথ্য ছাড়া কোনো সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।




















