চরমোনাই, বরিশাল — ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা অতীতে দেশ শাসনের সুযোগ পেয়ে “দুর্নীতিতে চ্যাম্পিয়ন” বানিয়েছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না—আগামী নির্বাচনে পরিবর্তন আসবেই।”
বৃহস্পতিবার ঐতিহাসিক অগ্রহায়ণ মাসের চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, তিনি কোথাও নির্বাচন করছেন না এবং মন্ত্রী হওয়ার প্রতিযোগিতাতেও নেই। তবুও দেশের ‘ভালো অবস্থার’ জন্যই সব প্রচেষ্টা—এটাই তার ভাষ্য। “৫৪ বছর পর একটি সুযোগ এসেছে। এবার সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




















