মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০০ কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন। নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
জানানো হয়, যোগদানকারীরা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা—যাদের অধিকাংশই বিএনপির সাবেক কর্মী।
সমাবেশে জামায়াতে ইসলামী মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা বলেন, “একসময় আমাদের নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এখন আমরা মুক্তভাবে রাজনীতি করতে পারছি।” আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন—“ওই টাকা দিয়ে ৫৭টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।”
তিনি আরও ঘোষণা দেন, “জামায়াত নির্বাচিত হলে সরকারি গাড়ি বা বিশেষ সুবিধা নেবে না; আমরা ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সচিব মাওলানা কাজী রুহুল আমিন, গাংনী উপজেলা আমির মো. রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন শাখার আমির মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।




















