বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ব্যক্তিরা আবারও ভোট চাইতে শুরু করেছে এবং বড় বড় বক্তব্য দিচ্ছে। তিনি দাবি করেন, এসব শক্তিকে রাজনৈতিক পরিসরে স্থান দেওয়ার জন্য আওয়ামী লীগই দায়ী।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের আগে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। কোথাও কোথাও ভোট না দিলে জান্নাত-জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, এমনকি কুপিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
মির্জা আব্বাস অভিযোগ করেন, ১৯৭১ সালে যারা আলবদর ও রাজাকার হিসেবে গণধর্ষণ, নিপীড়ন এবং মানুষ হত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, আজ তারাই আবার ভোটের মাঠে সক্রিয়। তিনি প্রশ্ন তোলেন, “তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি “অসভ্য ও অভদ্র দল”, যারা “ধর্মের অপব্যাখ্যায় বিশ্বাসী” এবং “মওদুদীবাদের অনুসারী”। তার দাবি, এই দল প্রকৃত ইসলামী চেতনায় বিশ্বাস করে না, শুধু বাহ্যিক মুসলমানি পরিচয় ধারণ করে।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এসব মানুষের হাত থেকে সাবধান থাকুন।”


























