ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে সব সময় বিএনপি অটল’ — রিজভী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিএনপি অতীতেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি বলেন, “একসময় স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপি ইশতেহারে ঘোষণা দেয়— স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন পাবেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।”

রিজভী আরও বলেন, এটি ছিল বিএনপির দীর্ঘদিনের নীতি, এবং আবারও ক্ষমতায় গেলে এই নীতির পূর্ণ বাস্তবায়ন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলোও নিখুঁতভাবে বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান রিজভী।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন করতে দিতে হলে দলের প্রস্তুতি এবং সভা-সমাবেশের সুযোগ দিতে হবে। না হলে নির্বাচন আকাশের তারার মতো দূরেই থেকে যাবে।”

তিনি আরও বলেন, তারেক রহমান দেশ ও জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন সিদ্ধান্ত নেবেন, তখনই দেশে ফিরবেন এবং এতে কোনো বাধা থাকবে না।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে সব সময় বিএনপি অটল’ — রিজভী

আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিএনপি অতীতেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি বলেন, “একসময় স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপি ইশতেহারে ঘোষণা দেয়— স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন পাবেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।”

রিজভী আরও বলেন, এটি ছিল বিএনপির দীর্ঘদিনের নীতি, এবং আবারও ক্ষমতায় গেলে এই নীতির পূর্ণ বাস্তবায়ন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলোও নিখুঁতভাবে বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান রিজভী।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন করতে দিতে হলে দলের প্রস্তুতি এবং সভা-সমাবেশের সুযোগ দিতে হবে। না হলে নির্বাচন আকাশের তারার মতো দূরেই থেকে যাবে।”

তিনি আরও বলেন, তারেক রহমান দেশ ও জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন সিদ্ধান্ত নেবেন, তখনই দেশে ফিরবেন এবং এতে কোনো বাধা থাকবে না।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।