ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের খবরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের — সাবেক ছাত্রলীগ নেতা পুলিশ হেফাজতে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে ছুরিকাঘাত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত তরুণী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তরুণী তার ভাবির সঙ্গে হাছননগরের একটি দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ সেখানে হাজির হন পার্থ। একপর্যায়ে মেয়েটিকে দোকান থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি এবং দ্রুত পালিয়ে যান।

তার স্বজনরা জানিয়েছেন, তরুণীর শরীরে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, যেগুলোর বেশ কয়েকটি ছিল গভীর ও প্রাণঘাতী।

ঘটনার পরপরই পার্থ পালিয়ে যান শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। সেখানে নিজের শরীরেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

তরুণীর স্বজনরা জানান, শাবিপ্রবিতে পড়ার সময় পার্থ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মেয়েটি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। বিয়ের খবর পাওয়ার পর পার্থ তাকে একাধিকবার হুমকি দিয়েছিলেন, যা তরুণী তার পরিবারকে জানিয়েছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন,
“ঘটনার পরপরই অভিযান চালিয়ে পার্থকে ধোপাখালী শ্মশানঘাট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করি। সে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করেছিল। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের প্রকাশ্যে ফাঁসি

বিয়ের খবরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের — সাবেক ছাত্রলীগ নেতা পুলিশ হেফাজতে

আপডেট সময় ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

সুনামগঞ্জে প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে ছুরিকাঘাত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত তরুণী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তরুণী তার ভাবির সঙ্গে হাছননগরের একটি দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ সেখানে হাজির হন পার্থ। একপর্যায়ে মেয়েটিকে দোকান থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি এবং দ্রুত পালিয়ে যান।

তার স্বজনরা জানিয়েছেন, তরুণীর শরীরে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, যেগুলোর বেশ কয়েকটি ছিল গভীর ও প্রাণঘাতী।

ঘটনার পরপরই পার্থ পালিয়ে যান শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। সেখানে নিজের শরীরেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

তরুণীর স্বজনরা জানান, শাবিপ্রবিতে পড়ার সময় পার্থ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মেয়েটি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। বিয়ের খবর পাওয়ার পর পার্থ তাকে একাধিকবার হুমকি দিয়েছিলেন, যা তরুণী তার পরিবারকে জানিয়েছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন,
“ঘটনার পরপরই অভিযান চালিয়ে পার্থকে ধোপাখালী শ্মশানঘাট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করি। সে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করেছিল। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।”