ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকেই বরাদ্দ দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, হাদির চিকিৎসার খরচ কোনো সমস্যা নয়; প্রয়োজন অনুযায়ী সরকার সম্পূর্ণ দায়িত্ব নেবে।
এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব আর্থিক চাহিদা আসবে, সেগুলো পূরণে সরকার প্রস্তুত রয়েছে। যদিও এখনো কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চাহিদাপত্র পাওয়া যায়নি, তবে তা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের জন্য মোটামুটি অনুকূল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনও প্রস্তুতিমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই নিশ্চিত করা হয়েছে।


























