তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য শুরু হতেই পুরো হলরুম স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সভায় সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম প্রধান অতিথি হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর বক্তব্য শুরু করতেই একাংশের নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন, ফলে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সভাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মী জানান, কুমিল্লা সদর-৬ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। তবে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। মনোনয়ন বঞ্চিত হওয়ায় ইয়াছিনের সমর্থকরাই মূলত এ স্লোগান দিয়েছেন বলে তাদের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সভার শুরুতে ব্যানারে আমিনুর রশিদ ইয়াছিনের নাম ছিল না। পরে প্রধান বক্তা হিসেবে তার নাম যুক্ত করা হয়। গত ১৭ বছর ধরে মামলা, হামলা ও আন্দোলনে কুমিল্লা সদর আসনের নেতাকর্মীদের পাশে ছিলেন ইয়াছিন। তাকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে ফিরছেন। এদিন ঢাকায় জনতার জনসমুদ্র তৈরি হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ধানের শীষ প্রতীক দিয়েছে এবং তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আজকের অপ্রীতিকর পরিস্থিতি কাম্য ছিল না। সবাইকে একে অপরকে সম্মান করে প্রতিযোগিতা শেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৫ আসনের প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা-১১ আসনের প্রার্থী কামরুল হুদা, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, হেনা আলাউদ্দিনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি প্রার্থীর বক্তব্য দেয়ার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০১:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ৫৪০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























