ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, দু–একদিনে ঘোষণা: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৫০ আসন চাওয়ার বিষয়টি ‘শোনা কথা’ মাত্র। বাস্তবতা বিবেচনায় যে দল যেখানে বিজয়ের সম্ভাবনা বেশি, সেখানে তাকেই প্রার্থী দেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পিরোজপুরে সাইদির আসন ছেড়ে দেওয়া হবে এবং যেখানে জামায়াত শক্তিশালী, সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না। বরিশাল ও বাকেরগঞ্জ আসনে সমঝোতা হলে উভয় আসনেই নির্বাচন করবেন কি না—সে সিদ্ধান্ত দলীয় পর্যায়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আসন সমঝোতা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, “এটি প্রায় চূড়ান্ত। দু’একদিনের মধ্যেই ঘোষণা আসবে। আমি একটি দলের আমীর। বরিশালের সিট কার, সেটা বলার দরকার পড়ে না। জোট হলে অবশ্যই আমাদের ছেড়ে দেবে। আমীরের এলাকার সিটই যদি আমীর না পায়, তাহলে জোটের অর্থ কী?”—এ প্রশ্নকে তিনি ঔদ্ধত্যপূর্ণ বলেও মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে হত্যাকাণ্ড বেড়েছে, পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যারা নিজেদের শক্তিশালী দাবি করে, তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারবে কি না—তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

সিইসির উদ্দেশ্যে তিনি বলেন, “বিগত সিইসিদের পরিণতি কী হয়েছে, তা আপনারা জানেন। ভবিষ্যতে যেন তারা কোনো মবের আওতাধীন না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে নির্বাচিত করা যাবে না। দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে, দেশকে রক্ষা করা জরুরি।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী—কেউই নিরাপদ নয়। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কারাকাসে একাধিক বিস্ফোরণ, যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা নতুন মাত্রায়

আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, দু–একদিনে ঘোষণা: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম

আপডেট সময় ১০:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৫০ আসন চাওয়ার বিষয়টি ‘শোনা কথা’ মাত্র। বাস্তবতা বিবেচনায় যে দল যেখানে বিজয়ের সম্ভাবনা বেশি, সেখানে তাকেই প্রার্থী দেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পিরোজপুরে সাইদির আসন ছেড়ে দেওয়া হবে এবং যেখানে জামায়াত শক্তিশালী, সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না। বরিশাল ও বাকেরগঞ্জ আসনে সমঝোতা হলে উভয় আসনেই নির্বাচন করবেন কি না—সে সিদ্ধান্ত দলীয় পর্যায়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আসন সমঝোতা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, “এটি প্রায় চূড়ান্ত। দু’একদিনের মধ্যেই ঘোষণা আসবে। আমি একটি দলের আমীর। বরিশালের সিট কার, সেটা বলার দরকার পড়ে না। জোট হলে অবশ্যই আমাদের ছেড়ে দেবে। আমীরের এলাকার সিটই যদি আমীর না পায়, তাহলে জোটের অর্থ কী?”—এ প্রশ্নকে তিনি ঔদ্ধত্যপূর্ণ বলেও মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে হত্যাকাণ্ড বেড়েছে, পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যারা নিজেদের শক্তিশালী দাবি করে, তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারবে কি না—তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

সিইসির উদ্দেশ্যে তিনি বলেন, “বিগত সিইসিদের পরিণতি কী হয়েছে, তা আপনারা জানেন। ভবিষ্যতে যেন তারা কোনো মবের আওতাধীন না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে নির্বাচিত করা যাবে না। দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে, দেশকে রক্ষা করা জরুরি।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী—কেউই নিরাপদ নয়। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।