ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বৃহস্পতিবার রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ, যিনি পেশায় সাংবাদিক এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত।
ফেসবুকে পোস্টে তন্বী জানান, তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিটি দিন একে অপরকে বেছে নেবেন। একই দিনে ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের আকদও সম্পন্ন হয়েছে।
সানজিদা তন্বী ডাকসু ও হল সংসদ নির্বাচনে (স্বতন্ত্র প্রার্থী হিসেবে) গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন। গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর তার দৃঢ় মনোবল ও নেতৃত্বই তাঁকে আরও জনপ্রিয় করেছে।




















